প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৫টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘ ২৬ বছর রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মরহুমের জানাজা আজ বাদ আসর টেকেরহাট মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।