হোম > সারা দেশ > ফরিদপুর

রোগীদের জিম্মি করে অর্থ আদায়, ফরিদপুর মেডিকেল থেকে নারী আটক

ফরিদপুর প্রতিনিধি

আটক হেলেনা আক্তার। ছবি: সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলেনা আক্তার নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোগীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে আজ রোববার দুপুরে তাঁকে হাসপাতাল চত্বর থেকে আটক করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় মামলা করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগকৃত কর্মচারী না হয়েও রোগীদের জিম্মি করে অর্থ আদায় করে আসছিলেন হেলেনা আক্তার। হাসপাতালের আইডি কার্ড ব্যবহার করে রোগীদের নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নানা সুবিধা নিয়ে আসছিলেন। এমন কর্মকাণ্ডে কয়েকবার আটক হলেও বেরিয়ে এসে পুনরায় একই কাজ চালিয়ে যান।

বিষয়টি জানতে পেরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়রা হেলেনা আক্তারকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ কান্তি বিশ্বাস জানান, হাসপাতালের কর্মচারী না হয়েও দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন হেলেনা আক্তার। এমন অভিযোগে শিক্ষার্থী ও স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় হেলেনা আক্তারের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ