হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয় বিটের গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সচিবালয় বিটে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আয়োজনে এবং বিসিএস প্রশাসন একাডেমির সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) দেড় শতাধিক সাংবাদিক অংশ নেন। সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্যই এ কর্মশালার আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

কর্মশালায় প্রথম পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার ড. আব্দুল মালেক এবং জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। প্রধান তথ্য কমিশনার তথ্য অধিকার আইনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আমিনুল ইসলাম রুলস অব বিজনেস বা কার্য নিষ্পত্তি বিধিমালা এবং ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে আলোচনা করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন সাবেক এই কর্মকর্তা।

দ্বিতীয় সেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি দেশের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। উন্নয়নের প্রতিটি স্তরে গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করছে বলে জানান তিনি। সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকেরা যেন আরও বেশি দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন, সে জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী এ কর্মশালা আরও বড় পরিসরে আয়োজনের ঘোষণা দেন তিনি।

প্রকৃত সাংবাদিকদের ডেটাবেইস তৈরির কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, এর ডেটাবেইস তৈরি করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। দেশের সব সাংবাদিকদের তালিকা থাকা উচিত বলেও তিনি মনে করেন। প্রতিমন্ত্রী সাইবার নিরাপত্তা আইন এবং এর অপব্যবহার নিয়ে কথা বলেন। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের উপাত্ত সুরক্ষার জন্যই এ আইন করা হয়েছে। সাংবাদিকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়নি বলে জানান তিনি। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সরকারি বার্তা সংস্থা বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। দ্বিতীয় সেশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. ওমর ফারুক। 

কর্মশালা আয়োজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিসিএস প্রশাসন একাডেমির দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক। কর্মশালায় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিসিএস প্রশাসন একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট