হোম > সারা দেশ > নরসিংদী

মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি ও যুবদল নেতা নিহত

প্রতিনিধি, বেলাব (নরসিংদী) 

মাইক্রোবাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে, ঢাকা–সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কামারটেক ও চৈতন্য এলাকার মধ্যবর্তী স্থানে। 

নিহত একজনের নাম মো. মনির হোসেন (৩৮)। তিনি বেলাব উপজেলার বারৈচা গ্রামের তোতা মিয়া মেম্বারের ছেলে ও জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক। অন্যজন শাহানশাহ আলম বিপ্লব (৩৭)। তিনি রায়পুরা উপজেলার লোচনপুরা উত্তরপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি উত্তর বাখরনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির কার্যকরী কমিটির সদস্য। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে মটরসাইকেল যোগে নরসিংদী থেকে বারৈচা ও বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন দুই বন্ধু মনির হোসেন ও শাহানশাহ আলম বিপ্লব। ঢাকা–সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কামারটেক ও চৈতন্য এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছলে পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস তাঁদের মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

ইটাখলা হাইওয়ে থানার ওসি নুর হায়দার তালুকদার বলেন, সিলেটগামী একটি মটরসাইকেলকে বেপরোয়া একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মটরসাইকেল চালক মনির হোসেন ও আরোহী শাহানশাহ আলম বিপ্লব নামে দুই যুবক দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন