হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ত্বকী হত্যা: আদালতে কাজলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

একই দিন ত্বকী হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে ফের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা র‍্যাব ১১।

উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন কাজল হাওলাদার।

আসামি শিপনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মুক্তা বলেন, ‘আমরা আদালতে রিমান্ডের বিরোধিতা করে জানিয়েছি সাফায়েত হোসেন শিপন এই হত্যার সঙ্গে জড়িত নন। তিনি একজন ব্যবসায়ী মাত্র।’

অন্যদিকে মামুন মিয়ার পক্ষের আইনজীবী খোকন বলেন, ‘ত্বকী হত্যার সঙ্গে জড়িত হিসেবে যেই মামুনের নাম উঠে এসেছে, আমার মক্কেল সেই মামুন নয়। মামুন মিয়া একজন ঠিকাদার ব্যবসায়ী। নামের মিল থাকার কারণে তিনি হয়রানির শিকার হচ্ছেন।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট