কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া শহীদ মিনার ও প্রেসক্লাবের নিচে পৃথকভাবে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে এ দুটি গ্রুপ একত্র হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আন্দোলনকারীদের একটি অংশ চাষাঢ়া গোলচত্বর অবরোধ করে। আরেকটি অংশ শহরের প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। বিক্ষোভে অংশ নেন সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ আইন কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আরপি সাহা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।