হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় মামলা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে টাকা লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের মীমাংসা করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার ছুরিকাঘাতে খুন হন ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন (২৬)। এ ঘটনায় নিহতের মা মোছা নাছরিন বেগম আজ শুক্রবার সকালে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের আজকের পত্রিকাকে জানান, মামলায় পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলায় সাতজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে এসআই আবু তাহের বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’ 

ঘটনা সম্পর্কে নিহতের বন্ধু আশিক হোসেন গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘মোসাব্বির হোসেনের এলাকার ছোট ভাই জাবেদ এলাকার নোমান, সিফাত, হিমু, লতিফ, আকাশদের কাছে ২০ হাজার টাকার মতো পাবে। ওই টাকা নিয়ে জাবেদের সঙ্গে ওদের কথা-কাটাকাটি হয়েছে। পরে ওদের গ্যাঞ্জাম মীমাংসা করতে গেলে মোসাব্বিরকে ওরা ছুরিকাঘাত করে। ওকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর সে মারা যায়।’ 

তিনি অভিযোগ করে বলেন, ‘ক্রিসেন্ট হাসপাতালে আমার বন্ধুটা অনেকক্ষণ বেঁচে ছিল, কিন্তু ওরা (হাসপাতাল) ট্রিটমেন্ট দিতে পারে নাই। পরে মারা গেছে।’ 

অপর বন্ধু মো. রুবায়েত আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা পয়সা নিয়ে কথা-কাটাকাটির সময় গাওয়াইর এলাকার নোমান, সিফাত, হিমু, আকাশসহ ওদের ৪০ / ৫০ জন ছিল। পরে ওরা মোসাব্বিরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।’

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে