হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বাস চাপায় ২ ইজিবাইক যাত্রী নিহত

ফরিদপুর ও মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ইজিবাইকে বাস চাপায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মধুখালী বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাস চালক সুব্রত দাস ওরফে নেপাল দাসকে আটক করেছে মধুখালী থানা-পুলিশ। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের সুকুমার দাসের ছেলে। ইজিবাইকে ধাক্কা দেওয়া বাসটিও জব্দ করা হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নিহত ব্যক্তিরা হলেন—বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (৫০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মো. মোবারকের ছেলে সুমন (৩২)।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন (৩২), মিম (৩), সোনালী (৬), জসিম (৩২), শিরিন (৩০), শারমিন বেগম (২৫), বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম (৪৫), একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী (২৫) ও ইজিবাইক চালক ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ (৪০)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে থানা ও মধুখালী পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-মাগুরা মহাসড়কের মাগুরাগামী লেনের ওপর মধুখালী বাজার হতে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী বোঝাই করে উপজেলার গোন্দারদিয়া এলাকায় যাচ্ছিল। ইজিবাইকটি ফরিদপুরগামী লেন থেকে মাগুরাগামী অতিক্রম করার দ্রুতগতিতে বাসটি নিজ লেন ছেড়ে ওই লেনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। এ সময় ঘটনাস্থলে একজন মারা যায় এবং আহত হয় ইজিবাইকে থাকা সকলে। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

পূর্বাশা পরিবহনের ওই বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিলেন। এ ছাড়া ইজিবাইকে থাকা সকলে গোন্দারদিয়া এলাকায় তাদের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় ওই পরিবহন ও চালককে আটক করা হয়েছে।

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে