হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কিস্তির চাপে রিকশাচালকের আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সবুজবাগে একটি বাসায় কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে রাহেল ইসলাম (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই যুবক পেশায় রিকশাচালক ছিলেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে সবুজবাগের দাসপাড়া হরেকৃষ্ণ মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনেরা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল উল্লেখ করেন, টিনশেড বাড়িটিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন রাহেল ইসলাম। তিনি পেশায় রিকশাচালক। ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গতকাল দিবাগত রাত ১টার দিকে টিনশেড ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন ওই যুবক। দেখতে পেয়ে ওই যুবকের স্ত্রীসহ স্বজনেরা মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আউয়াল আরও জানান, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রোকনতাজ গ্রামে। বাবার নাম নজরুল ইসলাম।

বাবা নজরুল ইসলাম জানান, তাঁরা সবুজবাগে পাশাপাশি এলাকাতে থাকেন। স্ত্রী নূরজাহান ও একমাত্র মেয়ে নুসরাতকে নিয়ে দাসপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন রাহেল। রাহেল ১৫-২০ হাজার টাকা ঋণগ্রস্ত ছিলেন। রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে স্ত্রীর ঘুম ভাঙলে দেখতে পান কক্ষের ভেতরেই আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রাহেল। তাঁর চিৎকার শুনে বাড়িওয়ালাসহ আশপাশের লোকজন জড়ো হয়। এরপর তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ