হোম > সারা দেশ > ঢাকা

‘ট্রাক মালিক-‍চালকেরা আমাদের সঙ্গে টম অ্যান্ড জেরি খেলছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও আনিসুল হক সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার দুপুরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ডিএনসিসি মেয়র বলেন, ‘তেজগাঁও আনিসুল হক সড়কে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। এই সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

‘আমরা এখানে এলে এই রাস্তা খালি হয়ে যায়। আবার আমরা ফিরে গেলে আগের মতই সড়ক দখল করে রাখে।’ ট্রাক মালিক ও চালকেরা আমাদের আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে টম অ্যান্ড জেরি খেলা খেলছে বলে মন্তব্য করেছেন ডিএনসিসি মেয়র। আতিকুল ইসলাম বলেন, ‘অবৈধ পার্কিংয়ের কারণে সড়কে যানজট তৈরি হচ্ছে এবং জনভোগান্তি হচ্ছে। এই টম অ্যান্ড জেরি খেলা আর খেলতে দেওয়া হবে না। জনগণের চলাচল বাধাগ্রস্ত করে এই রাস্তায় কোনো গাড়ি রাখতে দেওয়া হবে না।’

বেলা সাড়ে এগারোটায় মেয়র আতিকুল ইসলাম সরেজমিনে সড়কটি পরিদর্শনে যান। ট্রাক মালিক সমিতির অফিসের সামনে সড়ক জুড়ে বেশ কিছু ট্রাক রাখা ছিল। মেয়রের নির্দেশে পরে সেখান থেকে ওই ট্রাকগুলো সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সফিউল্লা, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোক্তার সরদার প্রমুখ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু