হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৮

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আটজন শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রোডের দেউলিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। 

আহতরা হলেন জাহিদুল ইসলাম (২৫), বাদশা (২২), রাসেল (৪০), আলামিন (২০), মজনু (৪৫), মঞ্জুরুল (৩০), আসাদুল( ৩৫) এবং আরিফ (২৩)। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় সেন্টারিং ভেঙে পড়ে। এতে আটজন শ্রমিক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তিনজন হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয়রা জানান, কোনাবাড়ী থানাধীন দেউলিয়া বাড়ি এলাকার মিউচুয়াল ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানায় আজ শনিবার বেলা ১১টার দিকে একটি নতুন দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদের সেন্টারিং সঠিকভাবে না হওয়ায় ভেঙে নিচে পড়ে যায়। এতে আটজন নির্মাণশ্রমিক আহত হন।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, ‘কারখানার একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করি। পরে তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট