গাজীপুরে একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আটজন শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রোডের দেউলিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন জাহিদুল ইসলাম (২৫), বাদশা (২২), রাসেল (৪০), আলামিন (২০), মজনু (৪৫), মঞ্জুরুল (৩০), আসাদুল( ৩৫) এবং আরিফ (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় সেন্টারিং ভেঙে পড়ে। এতে আটজন শ্রমিক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তিনজন হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, কোনাবাড়ী থানাধীন দেউলিয়া বাড়ি এলাকার মিউচুয়াল ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানায় আজ শনিবার বেলা ১১টার দিকে একটি নতুন দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদের সেন্টারিং সঠিকভাবে না হওয়ায় ভেঙে নিচে পড়ে যায়। এতে আটজন নির্মাণশ্রমিক আহত হন।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, ‘কারখানার একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করি। পরে তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।’