হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পদ্মায় ডুবে যাওয়া ফেরি ভাসমান হতে পারে সন্ধ্যায়, এখনো নিখোঁজ সহকারী মাস্টার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরিডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। তবে চতুর্থ দিনেও সহকারী মাস্টার হুমায়ূন কবিরকে উদ্ধার করা যায়নি। 

আজ শনিবার সকাল পৌনে ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা। 

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘উদ্ধারে সক্ষমতা ছিল না হামজা ও রুস্তমের। গতকাল শুক্রবার ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় এলে বেলা আড়াইটায় ফেরি উদ্ধারে কাজ শুরু হয়।’ 

নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের বিষয়ে তিনি বলেন, ‘ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরির দ্বিতীয় চালক হুমায়ূন কবির এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন। তাঁকে এখনো উদ্ধার করা যায়নি।’ 

উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার ওবায়দুল করীম বলেন, ‘এখনো ফেরি দেখা যাচ্ছে না। সন্ধ্যা নাগাদ এটাকে ভাসমান পর্যায়ে আনা যাবে বলে আশা রাখছি।’ 

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, ‘বাহিনীর ডুবুরি টিম, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর অর্ধশতাধিক ডুবুরি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। আজ বড় বড় ওয়্যার রোপ ফেরির নিচে পাস করে প্রত্যয়ের ক্রেনের সঙ্গে এটাচ করা হবে। যদি এটাচ করতে পারি, তবে ফেরিকে লিভ করার চেষ্টা চালাব। প্রচুর শীত ও কুয়াশায় পানিতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।’ 

তিনি বলেন, ডুবে যাওয়া আটটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে এ পর্যন্ত দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এখনো ছয়টি ট্রাক উদ্ধার করা যায়নি।

আরও পড়ুন:

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’