হোম > সারা দেশ > ঢাকা

ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ৫০০ কোটির ক্ষতিপূরণের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানহানিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছে ওরিয়ন গ্রুপ। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়। 

ওরিয়ন গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিমের পক্ষে গ্রুপের সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো. মোখলেসার রহমান এই মামলা করেন। এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও (প্রধান সম্পাদক) এম শামসুর রহমান ও প্রতিবেদক আব্দুল্লাহ আল রাফীকে বিবাদী করা হয়েছে। 

গত ১৩ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘বিদ্যুৎকেন্দ্রের নামে ওরিয়নের হাজার কোটি টাকা পাচার’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। এতে বলা হয়, সাতটি বিদ্যুৎকেন্দ্র থেকে সরকারকে কোনো বিদ্যুৎ না দিয়ে ওরিয়ন সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচার করেছে। ব্যবসায় রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করেছে। ওরিয়ন বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য নেওয়া ঋণের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে ওই টাকা বিদেশে পাচার করা হয়েছে। 

মামলায় বলা হয়, বাংলাদেশের আরও শতাধিক বিদ্যুৎ উৎপাদনকারীদের মতো একই বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) করেছে ওরিয়ন। ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি তাদের ছয়টি অত্যাধুনিক, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও সম্পূর্ণরূপে চালু বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১৬.৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। 

ওরিয়ন গ্রুপ বলছে, তাদের সমস্ত বিনিয়োগ ও অর্থ বাংলাদেশেই রয়েছে। বিদেশে কোনো অর্থ পাচার হয়নি। 

মামলার অভিযোগে বলা হয়, দুবাই ও চীনের দুটি বিদেশি কোম্পানি ওরিয়ন গ্রুপের মালিকানাধীন হওয়ার অভিযোগও মিথ্যা। এই কোম্পানিগুলোর সঙ্গে ওরিয়নের অংশীদারত্ব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বিডিং প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোম্পানি দুটির কোনোটিই ওরিয়নের চেয়ারম্যান বা কোনো বাংলাদেশির মালিকানাধীন নয়। ওরিয়নের কোনো কোম্পানিতে কোনো বহিরাগত রাজনৈতিক মালিকানা নেই। রাজনৈতিক অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব খাটানো এবং অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 

ওরিয়ন গ্রুপের সুনাম নষ্ট করতে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দাবি করে মামলায় বলা হয়, এতে প্রতিষ্ঠানটির ৫০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা