হোম > সারা দেশ > ঢাকা

সাভারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে আব্দুল মালেক (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয় বলে পুলিশের ধারণা।

আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে রুপার অলংকার তৈরির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল-সংলগ্ন একটি টায়ার কারখানার পাশে গাছের সঙ্গে মালেকের লাশ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি স্থানীয় ভাকুর্তা পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মালেকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বলেন, ‘মালেকের মাথার ডান পাশে ও পেছনের দিকে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর লাশ রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯