হোম > সারা দেশ > মাদারীপুর

ঘন কুয়াশায় যানবাহনের ধীর গতি পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে আজ বুধবার সকালে যানবাহন চলাচলে ধীর গতি দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এ ছাড়া মহাসড়কে যানবাহন চলাচল তুলনামূলক কম রয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে। 

বুধবার মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়তে থাকে। সকালে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। ঘন কুয়াশার কারণে দিক নির্ণয়ে বাধার সৃষ্টি হচ্ছে বলে যানবাহন চালকেরা জানান। ফলে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে পরিবহন। শিবচর উপজেলার সূর্যনগর, পাঁচ্চর বাস স্ট্যান্ড ঘুরে এ চিত্র দেখা যায়। এ ছাড়া শীতের তীব্রতার কারণে গাড়িগুলিতে যাত্রীদের উপস্থিতিও কম দেখা গেছে। এ ছাড়া ঢাকাগামী লোকাল পরিবহনও মহাসড়কে কম রয়েছে।

মো. আশরাফ নামের এক ট্রাকচালক বলেন, ‘প্রচুর কুয়াশা পড়েছে। মহাসড়কে কিছুই দেখা যায় না প্রায়। হেডলাইট জ্বালিয়ে, হর্ন দিয়ে কম গতিতে ঢাকা যাচ্ছি। তা ছাড়া সকাল থেকে মহাসড়কে পরিবহনও বেশ কম রয়েছে।’

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মহাসড়কে হাইওয়ে পুলিশের স্বাভাবিক ডিউটি রয়েছে। কুয়াশার কারণে পরিবহন চলাচল কিছুটা কম রয়েছে সকাল থেকে। দুর্ঘটনা এড়াতে গতিনিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতাও রয়েছে মহাসড়কে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন, ‘কুয়াশায় পরিবহন চলাচলে ধীর গতি রয়েছে। আমাদের পুলিশ বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে। কোথাও কোনো যানবাহনের জটলা যাতে না হয়, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠা-নামা যাতে না করে সেদিকে বিশেষ নজর রয়েছে।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই