হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলক্ষেতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে খিলক্ষেতের মাস্তুলে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতেরা হলেন—সজীব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। আহত হয়েছে দ্বীন মোহাম্মদ (৩৫)। 

সজীব হোসেন বংশাল নবাব কাটারা এলাকায় থাকতেন। বাবার নাম নবাব মিয়া। মৃত রোমানের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। 

আহত দ্বীন মোহাম্মদ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন বলে জানা গেছে। 

পুলিশ বলছে, ঘটনাস্থলে মারা যান রোমান। সজীব ও দ্বীন মোহাম্মদকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায় খিলক্ষেত থানার পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, ভোরে মোটরসাইকেলযোগে তিনজন পূর্বাচল থেকে ঢাকা যাচ্ছিলেন। খিলক্ষেত ৩০০ ফিট মাস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোমান নামে একজন মারা যান। 

তিনি আরও জানান, আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট