হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলক্ষেতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে খিলক্ষেতের মাস্তুলে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতেরা হলেন—সজীব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। আহত হয়েছে দ্বীন মোহাম্মদ (৩৫)। 

সজীব হোসেন বংশাল নবাব কাটারা এলাকায় থাকতেন। বাবার নাম নবাব মিয়া। মৃত রোমানের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। 

আহত দ্বীন মোহাম্মদ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন বলে জানা গেছে। 

পুলিশ বলছে, ঘটনাস্থলে মারা যান রোমান। সজীব ও দ্বীন মোহাম্মদকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায় খিলক্ষেত থানার পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, ভোরে মোটরসাইকেলযোগে তিনজন পূর্বাচল থেকে ঢাকা যাচ্ছিলেন। খিলক্ষেত ৩০০ ফিট মাস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোমান নামে একজন মারা যান। 

তিনি আরও জানান, আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন