হোম > সারা দেশ > ঢাকা

পদোন্নতি ও বদলিতে কানাকড়ি দুর্নীতি করলে জীবন ডাউন করে দেব: কৃষিসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খামারবাড়ীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে বৃহস্পতিবার সভার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

কৃষি খাতে পদোন্নতি, বদলিসহ সব ধরনের কাজ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হবে। কোনো ব্যক্তি কানাকড়ি দুর্নীতি করলে তার জীবন ডাউন করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

আজ বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ‌‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ এই সভার আয়োজন করে।

কৃষিসচিব বলেন, ‘কেউ টাকাপয়সা দিয়ে পোস্টিং নিলে বা হলে তাকে ডাউন করা হবে। পোস্টিং হবে যোগ্যতার ভিত্তিতে। যারা তথ্য দিয়ে সহযোগিতা করবে, তাদের ভালো জায়গায় পোস্টিং দেওয়া হবে।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পটির পরিচালক আব্দুল হালিম। তিনি বলেন, ‘পাহাড়ি অঞ্চলে ৭৫০ লাখ হেক্টর ও উপকূলে ১৮ লাখ হেক্টর জমি পড়ে আছে। এসব জমিকে ফল চাষের আওতায় নিয়ে আসা আমাদের প্রধান লক্ষ্য।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবউল্লাহ, মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা, হর্টিকালচার উইংয়ের পরিচালক এস এম সোহরাব উদ্দীন এবং অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এনামুল হক।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান