হোম > সারা দেশ > ঢাকা

মডেল পিয়াসার বিরুদ্ধে মাদক মামলায় আটজন সাক্ষ্য দিলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় দায়ের করা মামলায় মডেল ও সাবেক টিভি উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে একদিনে আটজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আজ সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তাঁরা সাক্ষ্য দেন।

আজ মামলার বাদী ডিবির উপ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামসহ আটজন সাক্ষী আদালতে হাজির হন। বিচারক মো. মোরশেদ আলম আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে আগামী ১৫ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

পিয়াসা বর্তমানে জামিনে আছেন। তিনি আজ আদালতে হাজির ছিলেন। তাঁর পক্ষে সাক্ষীদের জেরা করা হয়।

এর আগে গত ১১ জানুয়ারি এই মামলায় পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আব্দুল লতিফ আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেন, পিয়াসার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং অপরাধের বিচারের জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হলো।

২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তাঁর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করে। পরে তাঁর বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। পরদিন মামলায় তাঁকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তাঁর কাছ থেকে তথ্য পাওয়ার পর ৫ আগস্ট নগরীর ভাটারা এলাকা থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাও জব্দ করেন গোয়েন্দারা।

পিয়াসা ও তাঁর সহযোগী শরিফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ