হোম > সারা দেশ > ঢাকা

যুদ্ধ বন্ধের দাবিতে ঢাকায় ইউক্রেনের নাগরিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাশিয়া ও ইউক্রেনের মধ্য চলমান যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশে বসবাসরত ইউক্রেনের নাগরিকেরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নো টু ওয়ার, পিচ ইন ইউক্রেন’ শীর্ষক মানববন্ধনটি করেন তারা। এ সময় যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

গত বিশ বছর ধরে ঢাকায় বাস করা ইউক্রেনীয় নাগরিক আকসানা লাপিকবার মানববন্ধনে বলেন, ‘ইউক্রেনে যা হচ্ছে, কোনো সুস্থ মানুষ সেটা মেনে নিতে পারেন না। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমার দেশের নাগরিকদের নিরাপত্তা চাই। যুদ্ধ ছাড়াও যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।’

আকসানা লাপিকবার আরও বলেন, ‘ইউক্রেনে আমার মা, ছোট বোন ও বোনের সন্তান আছেন। মা ও বোনের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলছি। তবে তারা অনেক কষ্টে আছেন। সুপারমার্কেটে কেনাকাটা করতে পারছেন না। খাওয়ার সমস্যা হচ্ছে, অভাবে আছেন তারা।’ 

ইউক্রেন প্রবাসী ইসলাম গাউছুল শাহেদ বলেন, ‘আমি ইউক্রেনে ব্যবসা করি। গত ১৯ ডিসেম্বর আমি বাংলাদেশে এসেছি। আগামী ১০ মার্চ আমার ফেরার কথা, টিকিটও কাটা। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে ফিরতে পারছি না। আমার স্ত্রী ও মেয়ে ইউক্রেনে আছে। পরিবার নিয়ে আমি দুশ্চিন্তায় আছি।’ 

ইউক্রেন প্রবাসী সাইফুল ইসলাম বলেন, ‘আমি ২৪ বছর ধরে ইউক্রেনে থাকি। আমি সেখানকার নাগরিকও। গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশে আসি। আজ ২ মার্চ আমার ইউক্রেনে ফেরার ফ্লাইট ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে যেতে পারিনি।’

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন