হোম > সারা দেশ > ঢাকা

প্রদর্শিত হলো কবি নজরুলের 'রাজবন্দীর জবানবন্দী' 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে বাঁশরী প্রযোজিত ডকুফিল্ম 'রাজবন্দীর জবানবন্দী'র প্রিমিয়ার শো প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই প্রদর্শনীর আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি ‘রাজবন্দীর জবানবন্দী’ নিয়ে বলেন, নজরুল হাজতে ছিলেন, জেলে নয়। এখানে নজরুল সৃষ্টিকর্তাকে নিজের বিচারক হিসেবে ধরেছেন। নজরুলের সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস ও ভারতের স্বাধীনতার জন্য আকুতি ফুটে উঠেছে। তাঁর পেছনে সৃষ্টিকর্তা ছিলেন নীরবে ও নিবৃতে। সেখানে নজরুল বলেছেন, ‘আমার বিচার যখন তোমরা করবে এবং আমার বিপক্ষে যে বিচারক থাকবে তার তো স্বার্থ, লোভ-লালসা থাকবে। কিন্তু আমার পক্ষের বিচারক যে সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন নিঃস্বার্থ।’

তিনি বলেন, আগে সেলুলয়েড ফিতা দিয়ে ছবি তুলত, কিন্তু আজকাল মানুষ সারা দিন একসঙ্গে অনেক ছবি তোলে, তার মধ্যে যেগুলো পছন্দ হয় না সেগুলো ডিলেট করে দেয়। 

অনুষ্ঠানে বাঁশরীর সাধারণ সম্পাদক জাকীর হোসেন বলেন, নজরুল সব সময় সত্যের পথে ছিলেন। স্বাধীনতা ও ন্যায়ের জন্য তিনি অনেক গান ও কবিতা রচনা করে উদ্বুদ্ধ করেন। ধূমকেতু যখন নিষিদ্ধ হয়, তখন ১১ বছরের বালিকা লিরার লেখাও নিষিদ্ধ করা হয়, কবি তখন লিরাকে সাধুবাদ জানান। ধূমকেতু পত্রিকায় ছাপার পরে নজরুল বলেছেন, ‘আমি বেআইনি করেছি স্বীকার করছি। কিন্তু আমি অন্যায় করিনি।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, কবির নাতনী খিলখিল কাজী, বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র গবেষক জনাব অনুপম হায়াৎ প্রমুখ।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন