হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ২ পুলিশ কর্মকর্তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য নেওয়া হয়। 

মামলায় সাক্ষ্য প্রদানকারী পুলিশ কর্মকর্তারা হলেন, সোনারগাঁ থানার উপপরিদর্শক বোরহান দর্জি ও ওবায়েদ হোসেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ। এর আগে গত ১৮ সেপ্টেম্বর একই মামলায় পুলিশ পরিদর্শক তবিদুর রহমান ও সহকারী উপপরিদর্শক রাকিবুল ইসলাম সাক্ষ্য দেন। 

রকিব উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আজ (সোমবার) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এই মামলার পুলিশের দুজন কর্মকর্তা আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রদানকালে তারা বলেছেন, ‘‘থানার ডিউটি অফিসারের কাছ থেকে খবর পেয়ে রয়েল রিসোর্টে ছুটে যান। সেখানে গিয়ে তারা মামুনুল হককে ও জান্নাত আরা ঝর্নাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে মামুনুল হক এলোমেলো জবাব দেন। জান্নাত আরা ঝর্ণাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, মামুনুল হক তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে রয়েল রিসোর্টে এনে ধর্ষণ করেছেন।’ ’ এখন পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।’ 

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আজ মামুনুল হকের বিরুদ্ধে ছয় পুলিশ কর্মকর্তাসহ মোট আটজনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু আজ মাত্র দুজন পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাদের দেওয়া সাক্ষ্যে অনেক অসামঞ্জস্যতা ছিল। সাক্ষীদের জেরাকালে তারা অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।’ 

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। পরে সপ্তম ধাপে সাক্ষ্যগ্রহণ শেষে তাঁকে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির