হোম > সারা দেশ > ঢাকা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন: কাগজপত্র পুড়লেও ভল্টের ক্ষয়ক্ষতি হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডে কাগজপত্র পুড়লেও ভল্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের পর ওই শাখার নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। 

আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ব্যাংকটির ধোলাইখালের শাখায় আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির ভল্ট রয়েছে। তবে আগুনে ভল্টের তেমন কোনো ক্ষতি হয়নি। ব্যাংকটি গ্রাহক সেবাদানকারী ডেস্কগুলো আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। আজ হওয়ায় ব্যাংকটিতে সাপ্তাহিক ছুটি ছিল। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, ব্যাংকে আগুন লাগলেও ভল্টে আগুন লাগেনি। পুলিশসহ ব্যাংকের ম্যানেজার প্রবেশ করে এটি নিশ্চিত করেছেন। তবে আগুনের ঘটনায় কিছু কাগজপত্র পুড়ে গেছে। যদিও এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। 

অগ্নিকাণ্ডের পর ব্যাংকটির নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বলেন, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যাংকের কর্মচারী ও কর্তৃপক্ষও রয়েছেন।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে