হোম > সারা দেশ > ঢাকা

ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করা হবে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

আসন্ন কোরবানির ঈদে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে দিনের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ বুধবার আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ তথ্য জানান। মোহাম্মদ এজাজ বলেন, ‘আমরা ঈদের দিনেই সব কোরবানির বর্জ্য অপসারণ করব। এর জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

মোহাম্মদ এজাজ জানান, এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এসব বর্জ্য দ্রুত অপসারণে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী টানা তিন দিন কাজ করবেন। বর্জ্য পরিবহনে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ এবং ২৪টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তার জন্য ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার ও চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, আমিনবাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ফেলার জন্য পৃথক প্ল্যাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য দুটি পরিখা খনন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়া মনিটরিং করতে একটি তদারকি টিম গঠন করা হয়েছে, যাতে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা থাকবেন।

পরিদর্শনে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে