হোম > সারা দেশ > ঢাকা

ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করা হবে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

আসন্ন কোরবানির ঈদে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে দিনের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ বুধবার আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ তথ্য জানান। মোহাম্মদ এজাজ বলেন, ‘আমরা ঈদের দিনেই সব কোরবানির বর্জ্য অপসারণ করব। এর জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

মোহাম্মদ এজাজ জানান, এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এসব বর্জ্য দ্রুত অপসারণে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী টানা তিন দিন কাজ করবেন। বর্জ্য পরিবহনে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ এবং ২৪টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তার জন্য ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার ও চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, আমিনবাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ফেলার জন্য পৃথক প্ল্যাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য দুটি পরিখা খনন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়া মনিটরিং করতে একটি তদারকি টিম গঠন করা হয়েছে, যাতে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা থাকবেন।

পরিদর্শনে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট