হোম > সারা দেশ > ঢাকা

ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করা হবে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

আসন্ন কোরবানির ঈদে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে দিনের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ বুধবার আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ তথ্য জানান। মোহাম্মদ এজাজ বলেন, ‘আমরা ঈদের দিনেই সব কোরবানির বর্জ্য অপসারণ করব। এর জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

মোহাম্মদ এজাজ জানান, এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এসব বর্জ্য দ্রুত অপসারণে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী টানা তিন দিন কাজ করবেন। বর্জ্য পরিবহনে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ এবং ২৪টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তার জন্য ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার ও চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, আমিনবাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ফেলার জন্য পৃথক প্ল্যাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য দুটি পরিখা খনন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়া মনিটরিং করতে একটি তদারকি টিম গঠন করা হয়েছে, যাতে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা থাকবেন।

পরিদর্শনে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট