টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ, কৃষক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আজ মঙ্গলবার সকালে এবং গতকাল সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, কাকড়াজান ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ফজলুল হক এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কাকড়াজান ইউনিয়ন কমিটির সভাপতি মফিজুল ইসলাম। দেলোয়ার হোসেন সাথীর বাড়ি কচুয়া গ্রামে এবং ফজলুল হক ও মফিজুলের বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী গ্রামে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।