হোম > সারা দেশ > ঢাকা

ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হলেও খুব একটা ছড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কয়েকজন রোগী শনাক্ত হলেও তাদের মাধ্যমে সেটি বেশি ছড়ায়নি। আজ সোমবার ঈদ–পরবর্তী এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে এখনও নিরাপদ আছে। সীমান্ত বন্ধ থাকায় এটি সম্ভব হয়েছে। তবে সীমান্ত আরো বেশ কিছুদিন বন্ধ রাখতে হবে– এ বিষয়ে সুপারিশ করা হবে। শুধু সীমান্ত নয় দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন আরো কিছুদিন বন্ধ রাখার জন্য সুপারিশ করা হবে।

টিকা আমদানি ও দ্বিতীয় ডোজের বিষয়ে মন্ত্রী বলেন, টিকার সংকট মেটাতে সরকার চীন, রাশিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। ঈদের মধ্যেও স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক করেছে। খুব শিগগিরই টিকা দেশে আসবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দ্বিতীয় ডোজের টিকা আর মাত্র ৭ থেকে ১০ দিন চলবে। ভারতের সঙ্গে তিন কোটি ডোজ টিকার চুক্তি হয়েছিল। তাঁরা মাত্র ৭০ লাখ ডোজ সরবরাহ করেছে। অবশিষ্ট টিকা আনার জন্য জোর চেষ্টা চলছে। বিশেষ করে দ্বিতীয় ডোজ যাতে সমাপ্ত করা যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সবাই কথা বলেছেন ভারতের সঙ্গে।

এদিকে দেশে চীন ও রাশিয়ার টিকা উৎপাদনের কথা বলা হলেও এখনো কোনো প্রতিষ্ঠানকে টিকা উৎপাদনের অনুমোদন দেওয়া হয়নি বলেন জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দিতে হলে তাদের সক্ষমতা যাচাই করতে হবে। যারা সক্ষম তাদেরকেই অনুমোদন দেওয়া হবে। টিকা উৎপাদন চার/পাঁচ মাসের আগে সম্ভব নয়। তবে সরকার কেনার চেষ্টা অব্যাহত রেখেছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার