মানিকগঞ্জের দৌলতপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে আটজনকে জরিমানা ও তিনজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার ধামশ্বর ইউনিয়নের বৈরাগীর চরে ও কলিয়া ইউনিয়নের নিরালি এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে ধামশ্বর ও কলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সাতটি মামলা করা হয়েছে। চারটিতে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর তিনটি ডাম্প ট্রাকের চালককে ১ লাখ করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাতে মোট জরিমানা করা হয় ৪ লাখ ১৬ হাজার টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।