হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের গাছা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে রাখা খালি সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. আল-আমিন (৩০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। 

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল-আমিন। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গাজীপুর থেকে দগ্ধ পাঁচজন  আমাদের এখানে এসেছিলেন। আজ সকালে আল-আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে এ ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বাকি দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

গত ১৩ অক্টোবর গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় হাজি ওয়াহেদ মিয়া সিএনজি ফিলিংস স্টেশনে গ্যাস নেওয়ার সময় কাভার্ড ভ্যানে রাখা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। 

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন