হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীর ২ বাজারে আগুনে পুড়ল ২২ দোকান, কোটি টাকার ক্ষতি

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীতে দুটি বাজারে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজার ও মনোহরদী উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে শিবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাজারের ১০টি দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

অন্যদিকে চন্দনবাড়ী ইউনিয়নের মৌলভীবাজারে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসা মনোহরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি