হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল যুবকের লাশ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের তিন দিন পর কালীগঙ্গা নদী থেকে ইয়াজুল ইসলাম (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ইয়াজুল উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব আশাপুর গ্রামের ছানো মিয়ার ছেলে।

ইয়াজুল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি কৃষি কাজ শুরু করেন। তাঁর চার বছরের একটি ছেলে রয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, গত ২০ আগস্ট রাত ৯টার দিকে মোবাইলে ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি ইয়াজুল। অনেক খুঁজেও না পেয়ে গতকাল মঙ্গলবার ঘিওর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে রাতে নদীতে তাঁর ভাসতে দেখা যায়।

ইয়াজুলের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, ‘ইয়াজুল সৌদি আরব থেকে দেশে ফিরে কৃষি কাজ করতেন। তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে কারও ঝগড়া বিবাদ ছিল না। ইয়াজুলের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এ ঘটনার সঠিক বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘিওর উপজেলার আশাপুর এলাকায় কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন