হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল যুবকের লাশ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের তিন দিন পর কালীগঙ্গা নদী থেকে ইয়াজুল ইসলাম (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ইয়াজুল উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব আশাপুর গ্রামের ছানো মিয়ার ছেলে।

ইয়াজুল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি কৃষি কাজ শুরু করেন। তাঁর চার বছরের একটি ছেলে রয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, গত ২০ আগস্ট রাত ৯টার দিকে মোবাইলে ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি ইয়াজুল। অনেক খুঁজেও না পেয়ে গতকাল মঙ্গলবার ঘিওর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে রাতে নদীতে তাঁর ভাসতে দেখা যায়।

ইয়াজুলের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, ‘ইয়াজুল সৌদি আরব থেকে দেশে ফিরে কৃষি কাজ করতেন। তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে কারও ঝগড়া বিবাদ ছিল না। ইয়াজুলের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এ ঘটনার সঠিক বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘিওর উপজেলার আশাপুর এলাকায় কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই