হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসের ধাক্কায় অটোরিকশার ২ চালক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই চালক নিহত হয়েছেন। আজ সোমবার আইনি প্রক্রিয়া শেষে দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলা সদরের সওদাড়পাড়া গ্রামের ওয়াছির মিয়ার ছেলে আতিক মিয়া (৫৬) ও আমজাদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৩)। তাঁরা দু’জনই সিএনজির চালক ছিলেন বলে জানিয়েছেন নিহত আতিকের ভাতিজা রফিকুল ইসলাম। 
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে আতিক মিয়া তাঁর সহকর্মী জুয়েলকে নিয়ে অটোরিকশা করে সদরের চড়পাড়া বাইপাস এলাকায় ইউ টার্ন নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা এসে তাঁদের উদ্ধার করলে ঘটনাস্থলেই আতিক মারা যান। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে জুয়েলের মৃত্যু হয়। 

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের আছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই