রাজধানীর সবুজবাগে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে সবুজবাগ এলাকার মায়াকানন ৭ নম্বর জামে মসজিদের পাশের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবীন্দ্রনাথ সরকার আজকের পত্রিকাকে জানান, শুক্রবার সকালে ওই নির্মাণাধীন ভবনের ১০ তলার বাইরের দিকে মাচা তৈরির কাজ করছিলেন তিন শ্রমিক। এ সময় ওই মাচা ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে মুগদা হাসপাতালে নিয়ে গেলে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, অপর শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।