হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে নারীর গলাকাটা লাশ, পরিচয় মিলল এনআইডি থেকে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গজারিয়াপাড়া এলাকা থেকে রোজিনা আক্তার (৩৪) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার এক খেলার মাঠে ওই নারীর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

রোজিনা আক্তার ঢাকার মিরপুরের দক্ষিণ কাটবাড়ী এলাকার আব্দুল হামিদের মেয়ে বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়ায় লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে জানায়। পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গে থাকা এনআইডি কার্ডের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রথম আলো বা ডেইলি স্টারে হামলার পক্ষে না: আবরার ফাইয়াজ

ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে

হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ