হোম > সারা দেশ > ঢাকা

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

রোববার (৪ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

রোববার (৪ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে এটি মাস্টার দা সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক ছাত্র-সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, 'হাসনাতের ওপর হামলা মানেই জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। এই সরকার এখনও জুলাইয়ের ঘোষণাপত্র দেয়নি, বরং অভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে। শহীদদের রক্তের মর্যাদাও রক্ষা করতে পারেনি।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আদালতের দোহাই দিয়ে ছাত্রদের থামানো যাবে না। যদি নিষিদ্ধ করতে না পারেন, তবে আমরা আমাদের সমর্থন সরিয়ে নেব।'

সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ রিফাত বলেন, 'আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জনগণের চোখে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। এমন সংগঠনগুলো কীভাবে নির্বাচনে অংশ নেয়? এদের জায়গা এই দেশের মাটিতে নয়, বরং ফাঁসির মঞ্চে।'

তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রশাসনের বিভিন্ন স্তরে টাকার বিনিময়ে আওয়ামী লীগের কর্মীদের পদে বসানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যারা দলটির বৈধতা দিয়েছে, তারা এখনও ক্ষমতায় রয়েছেন।

সমাবেশ থেকে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক