হোম > সারা দেশ > ঢাকা

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

রোববার (৪ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

রোববার (৪ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে এটি মাস্টার দা সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক ছাত্র-সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, 'হাসনাতের ওপর হামলা মানেই জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। এই সরকার এখনও জুলাইয়ের ঘোষণাপত্র দেয়নি, বরং অভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে। শহীদদের রক্তের মর্যাদাও রক্ষা করতে পারেনি।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আদালতের দোহাই দিয়ে ছাত্রদের থামানো যাবে না। যদি নিষিদ্ধ করতে না পারেন, তবে আমরা আমাদের সমর্থন সরিয়ে নেব।'

সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ রিফাত বলেন, 'আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জনগণের চোখে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। এমন সংগঠনগুলো কীভাবে নির্বাচনে অংশ নেয়? এদের জায়গা এই দেশের মাটিতে নয়, বরং ফাঁসির মঞ্চে।'

তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রশাসনের বিভিন্ন স্তরে টাকার বিনিময়ে আওয়ামী লীগের কর্মীদের পদে বসানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যারা দলটির বৈধতা দিয়েছে, তারা এখনও ক্ষমতায় রয়েছেন।

সমাবেশ থেকে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই