হোম > সারা দেশ > ঢাকা

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

রোববার (৪ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

রোববার (৪ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে এটি মাস্টার দা সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক ছাত্র-সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, 'হাসনাতের ওপর হামলা মানেই জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। এই সরকার এখনও জুলাইয়ের ঘোষণাপত্র দেয়নি, বরং অভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে। শহীদদের রক্তের মর্যাদাও রক্ষা করতে পারেনি।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আদালতের দোহাই দিয়ে ছাত্রদের থামানো যাবে না। যদি নিষিদ্ধ করতে না পারেন, তবে আমরা আমাদের সমর্থন সরিয়ে নেব।'

সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ রিফাত বলেন, 'আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জনগণের চোখে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। এমন সংগঠনগুলো কীভাবে নির্বাচনে অংশ নেয়? এদের জায়গা এই দেশের মাটিতে নয়, বরং ফাঁসির মঞ্চে।'

তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রশাসনের বিভিন্ন স্তরে টাকার বিনিময়ে আওয়ামী লীগের কর্মীদের পদে বসানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যারা দলটির বৈধতা দিয়েছে, তারা এখনও ক্ষমতায় রয়েছেন।

সমাবেশ থেকে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ