হোম > সারা দেশ > ফরিদপুর

বঙ্গবন্ধুর নাম সরিয়ে পুরোনো পরিচয়ে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’

ফরিদপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরের নাম বদলে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সরিয়ে পুরোনো পরিচয় ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা ব্যানার সাইনবোর্ড হিসেবে টানিয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়, হাসপাতালটির মূল ফটকে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব নামটি উঠিয়ে দেওয়া হয়েছে। এর নিচে একটি ব্যানার টানানো হয়েছে। তাতে বড় করে লেখা রয়েছে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সৌজন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’। তা ছাড়া আগের সাইনবোর্ড থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ অংশটুকু সরিয়ে ফেলা হয়েছে। কলেজের মূল ফটক ও ভবনে থাকা নাম উঠিয়ে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো সাইনবোর্ড টানানো হয়নি।

কারা বঙ্গবন্ধুর নাম সরিয়ে সাইনবোর্ড টানিয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা গতকাল মঙ্গলবার বিকেল বা সন্ধ্যায় করে থাকতে পারেন।’

দীপক বিশ্বাস আরও বলেন, ‘আমরা চাকরি করি, চাইলেই নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারে সরকার। সরকার চাইলে এটা পরিবর্তন করবে। তবে আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত কি না ভালো করে জেনে জানাতে পারব।’

১৯৯২ সালে ফরিদপুর শহরে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ এবং কলেজটির সঙ্গে ছিল ২৫০ শয্যার হাসপাতাল। যা উন্নিত করা হয় ৫০০ শয্যায়। পরে ২০২১ সালের এপ্রিলে কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট