পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রুল জারি করেন। সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির। শুনানিতে তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশন পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানসহ অনেক উন্নত দেশেই রয়েছে। স্বচ্ছতা–জবাবদিহি নিশ্চিত করার জন্যই কমিশন গঠন করা দরকার।
তিনি বলেন, ২০০৭ সালে ‘পুলিশ অধ্যাদেশ’ নামে একটি আইনের খসড়া তৈরি করা হয়। প্রস্তাবিত অধ্যাদেশের ৭১ দফায় ‘পুলিশ কমপ্লেইন্ট কমিশন’ গঠনের বিধান প্রস্তাব করা হয়। কিন্তু সেই খসড়া অধ্যাদেশ আজও আইনে পরিণত হয়নি। ভারতে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ২৭টি অঙ্গরাজ্যে এই রকম কমিশন গঠন করা হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, মো. আসাদ উদ্দিন, রেদোয়ান আহমেদ, সাইফুল ইসলাম, শ্যাম সুন্দর দাস এবং ফয়েজ উদ্দিন আহমেদসহ ১০২ জন এই রিট করেন। আবেদনে পুলিশ কমপ্লেইন্ট ইনভেস্টিগেশন কমিশন (পিসিআইসি) গঠনের নির্দেশনা চাওয়া হয়।