হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর শ্রীনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকে বহিষ্কার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্সকে (২২) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তিন সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে এ ঘটনায় আজ বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রিন্সকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 

র‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ এলাকার জনৈক হাজী কালুর বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসায় ফেনসিডিল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফাহিম ইসলাম প্রিন্সসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৯ হাজার ৯০ টাকা জব্দ করা হয়। প্রিন্সের সঙ্গে আটক অপর তিনজন হলেন, মো. হুমায়ুন কবির (৩৬), ইমরান মাহমুদ (৩১) ও মো. শরীফ হোসেন। 

পরে আটককৃতদের কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম মিয়া বলেন, চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা