হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনায় জেলের জালে ৩৮ কেজির বাগাড়, বিক্রি ৪৮ হাজার টাকায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

যমুনায় জেলের জালে ধরা বাগাড়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাগাড় মাছ। আজ শনিবার সকালে বিশাল আকৃতির বাগাড় মাছটি উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে উঠলে ৪৮ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে, সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার এক জেলে সহযোগীদের সঙ্গে নিয়ে গতকাল শুক্রবার রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জালে বিশাল আকৃতির এই বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি তাঁরা আজ শনিবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসেন। মাছের দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা। পরে তা উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী আব্দুল হালিম ৪৮ হাজার টাকায় কিনে নেন। বাগাড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

মাছ বিক্রেতা বলেন, ‘নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। এত বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এত বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি।’

মাছ ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, ‘সিরাজগঞ্জের এক লোক মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে এলে আমি বিক্রির জন্য ৪৮ হাজার টাকা দিয়ে কিনছি। মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করব।’

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু মিয়া আজকের পত্রিকাকে বলেন, কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। গোবিন্দাসী ঘাট বাজারে মাঝেমধ্যে এমন বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি বাজারে তোলা হলে ৪৮ হাজার টাকায় বিক্রি হয়।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ