হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনায় জেলের জালে ৩৮ কেজির বাগাড়, বিক্রি ৪৮ হাজার টাকায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

যমুনায় জেলের জালে ধরা বাগাড়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাগাড় মাছ। আজ শনিবার সকালে বিশাল আকৃতির বাগাড় মাছটি উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে উঠলে ৪৮ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে, সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার এক জেলে সহযোগীদের সঙ্গে নিয়ে গতকাল শুক্রবার রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জালে বিশাল আকৃতির এই বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি তাঁরা আজ শনিবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসেন। মাছের দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা। পরে তা উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী আব্দুল হালিম ৪৮ হাজার টাকায় কিনে নেন। বাগাড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

মাছ বিক্রেতা বলেন, ‘নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। এত বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এত বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি।’

মাছ ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, ‘সিরাজগঞ্জের এক লোক মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে এলে আমি বিক্রির জন্য ৪৮ হাজার টাকা দিয়ে কিনছি। মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করব।’

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু মিয়া আজকের পত্রিকাকে বলেন, কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। গোবিন্দাসী ঘাট বাজারে মাঝেমধ্যে এমন বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি বাজারে তোলা হলে ৪৮ হাজার টাকায় বিক্রি হয়।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’