হোম > সারা দেশ > ঢাকা

দুপুর থেকে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের সার্ভার, চেক-ইন হবে ম্যানুয়ালি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসআইটিএ (SITA) সার্ভার আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এ সময় সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ সময়ে সার্ভারনির্ভর চেক-ইন ও অন্যান্য স্বয়ংক্রিয় প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে যাত্রীসেবা সচল রাখতে নির্ধারিত এয়ারলাইনগুলো ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম পরিচালনা করবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, রক্ষণাবেক্ষণ চলাকালীন যাত্রীসেবায় যাতে সমস্যা না হয়, সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত হয়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, সার্ভার রক্ষণাবেক্ষণ একটি পূর্বনির্ধারিত নিয়মিত কার্যক্রম। এই সময়ের জন্য যাত্রীদের সহনশীলতা ও সহযোগিতা প্রত্যাশা করছি। ইনশা আল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

SITA (Société Internationale de Télécommunications Aéronautiques) একটি আন্তর্জাতিক সার্ভার নেটওয়ার্ক, যা বিশ্বব্যাপী এয়ারলাইনস, বিমানবন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হয়। এটি চেক-ইন, ব্যাগেজ হ্যান্ডলিং, বোর্ডিং এবং অন্যান্য অপারেশনাল প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই রক্ষণাবেক্ষণ সময়ে কোনো বিভ্রান্তি বা উদ্বেগে না পড়ে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। যাত্রীসেবায় কোনো বড় ধরনের সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা