হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলে নবজাতক ‘কেনাবেচা’, আটক দুই নারী

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘নবজাতক কেনাবেচার’ সময় দুই নারীকে আটক করা হয়েছে। হাসপাতালটিতে থাকা আনসার সদস্যরা আটকের পর শাহবাগ থানা-পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করেছেন।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে নাহার আক্তার ও তাঁর বোন হাসিনাকে আটক করা হয়।

হাসপাতালটিতে ভর্তি নবজাতকটির মা কমলা বেগম (৩০) জানান, শেরপুরের শ্রীবরদী উপজেলার বকশীগঞ্জ গ্রামে তাঁর বাড়ি। থাকেন গাজীপুরের গাজীপুরা বাস্তাপাড়া এলাকায়। পেশায় গৃহকর্মী। তাঁর স্বামী বাদশা মিয়া ছয় থেকে সাত মাস আগে তাঁকে ফেলে অন্যত্র চলে যান। এতে অসহায় হয়ে পড়েন তিনি। বিভিন্নজনের কাছ থেকে সহযোগিতা নিয়ে চলছিলেন। ১৫ দিন আগে পরিচয় হয় ওই দুই নারীর সঙ্গে। তাঁরা একটি ক্লিনিকে কাজ করেন। কমলাকে তাঁরা বলেন, সন্তান জন্মানোর পর লালনপালন করতে না পারলে ৫০ হাজার টাকায় কিনে নেবেন তাঁরা। এতে রাজি হন কমলা।

কমলা আরও জানান, গাজীপুর সদর পশ্চিম আরিচপুরে ওই দুই নারীর বাসায় তাঁকে নিয়ে রাখা হয়। সেখানেই ক্লিনিকটি। গত ২৯ নভেম্বর তাঁকে ঢামেকে ভর্তি করালে ওই দিন রাতেই সিজারিয়ান অপারেশনের পর ছেলেসন্তান ভূমিষ্ঠ হয়। ওই দুই নারী হাসপাতালে সার্বক্ষণিক তাঁর পাশেই ছিলেন। আজ দুপুরে বাচ্চা কেনার বিষয়ে কথা হয় তাঁদের মধ্যে। তখন মত পাল্টান কমলা। বাচ্চা বিক্রি করবেন না বলে জানান তাঁদের।

তখন হাসপাতালের খরচ বাবদ ২২ হাজার টাকা দাবি করেন ওই দুই নারী। সুস্থ হয়ে অন্যদের কাছ থেকে নিয়ে টাকা পরিশোধ করবেন বলে জানান কমলা। তাতে রাজি হন না তাঁরা। টাকা না পেলে আজই নবজাতকটিকে হাসপাতাল থেকে নিয়ে বিক্রি করে টাকা আদায় করবেন বলে জানান ওই দুই নারী। সে সময় হাসপাতালটির ১০৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্যদের বিষয়টি জানালে ওই দুই নারীকে আটক করা হয়।

ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকেরা জানান, গত ২৯ নভেম্বর কমলাকে হাসপাতালে আনা হয়। সে রাতেই তাঁর ছেলে হয়। পরদিন গাইনি ওয়ার্ড থেকে তাঁকে ১০৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, ওই দুই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। যতটুকু জানা গেছে, নবজাতকটিকে দত্তক নিতে চেয়েছিলেন তাঁরা। তবে হাসপাতালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপরই তাঁদের আটক করা হয়। কেউ মামলা করতে রাজি নয়। তবু বিষয়টি যাচাই-বাছাই চলছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে