হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ছাত্রলীগ নেতা নিহত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বি এম তন্ময় (২০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল-টুঙ্গিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় পৌর ঈদগাহ ময়দানে নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

নিহত তন্ময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গিমাডাঙ্গা গ্রামের ফায়েক বিশ্বাসের ছেলে। ছাত্রলীগের এই নেতা গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 

নিহতের ফুপাতো ভাই তরিকুল ইসলাম জানান, ডুমুরিয়া ইউনিয়নের রাত্রিকালীন ক্রিকেট খেলা শেষে একটি মোটরসাইকেলে তিনজন বাড়ির দিকে রওনা দেন। তাড়াইল-টুঙ্গিপাড়া সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। তখন পেছনে বসে থাকা ছাত্রলীগ নেতা তন্ময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজন গুরুতর আহত হন। আহতদের চিৎকারে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। 

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহম্মেদ আলী বিশ্বাস আজকের পত্রিকাকে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির