হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে ২ জনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে একটি যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী বাস মালিক সমিতি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন।

নিহতরা হলেন—ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দোহারো গ্রামের নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল ইসলাম (৩০) এবং একই এলাকার আতিউর রহমানের ছেলে মতিউর রহমান (৪৫)। এ ছাড়া আহত শামীম মোল্লা একই থানার ডাউটিয়া গ্রামের হাবিল মোল্লার ছেলে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তাঁরা। ঢাকা থেকে বাসে এসে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় নামক এলাকায় নামেন তাঁরা। সেখান থেকে ইঞ্জিনচালিত মাহেন্দ্রতে চড়ে পাংশা দিয়ে যাচ্ছিলেন। মাহেন্দ্রটিতে ৮-১০ জন যাত্রী ছিল। পথে সদর উপজেলার বাস মালিক সমিতির কাছে এসেই মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত দুজন গার্মেন্টসকর্মী ছিলেন।

রাজবাড়ী সদর থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মাহেন্দ্রচালককে আটক করা হয়েছে।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই