হোম > সারা দেশ > ঢাকা

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মোনতাজুর মণ্ডল (৭০) নিহতের খবর পাওয়া গেছে। 

গতকাল শনিবার পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতে নিহতের পরিবারের থানায় হত্যা মামলা করেন। 

আজ রোববার বিকেলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মোনতাজুর মণ্ডলের সঙ্গে তাঁর ছোট ভাই আমজাদ হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে বাড়ির সানশেড নির্মাণকে কেন্দ্র করে তাঁদের দ্বন্দ্ব বেড়ে যায়। চলতি মাসের ১৬ জুন সানশেড দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ সময় আমজাদের লাঠির আঘাতে মোনতাজুর আহত হন। তখন পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি ক্লিনিকে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে বাড়িতে ফিরে তাঁর মৃত্যু হয়। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে ইতিমধ্যে মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপর রয়েছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার