গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের অদূরে রেলক্রসিং আটকা পড়ে পণ্যবাহী ট্রাক। এদিকে ময়মনসিংহ থেকে আসছিল মহুয়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেন। দুর্ঘটনার সম্ভাবনা দেখে রেল লাইনের ওপর লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে যান গেটম্যান। ফলে ট্রেনটি থামানোয় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন ও সেখানে থাকা অনেক যাত্রী।
এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেন, অগ্নিবীণা ও ভাওয়াল এক্সপ্রেস ট্রেন তিনটি আটকা পড়েছে। এখনো পর্যন্ত বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে তিনটি ট্রেনে থাকা শত শত যাত্রী পড়েছেন ভোগান্তি।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের অদূরে শ্রীপুর টু বরমী আঞ্চলিক সড়কের ঘুন্টিঘর এলাকায় রেলওয়ে ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
ঢাকা ময়মনসিংহ রেল সড়কের ৩৩২ /৪-৫ কি. মি এর ঘুন্টিঘর রেল ক্রসিংয়ের গেটম্যান মিনহাজ উদ্দিন জানান, ট্রাকটি রেল ক্রসিংয়ের পাশে দেবে যায়। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আসছিল। দুর্ঘটনা সম্ভাবনা দেখে জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে লাল পতাকা হাতে রেল লাইনের ওপর দাঁড়িয়ে চালককে ট্রেন থামাতে সংকেত দেন। একপর্যায়ে ট্রেনটি ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়।