হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুধই শেখ নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় বুধই শেখকে প্রধান করে চারজনকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান। এর আগে গত বুধবার দিবাগত রাতে শিশুটির বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের একটি গ্রামে ১১ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী বাড়ির পাশে মাঠে খেলতে যায়। সেখান থেকে বুধই শেখ (৬১) শিশুটিকে সুকৌশলে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বুধই শেখ পালিয়ে যান।

বিষয়টি নিয়ে ওই দিন রাতে শিশুটির বাবাসহ অভিভাবকেরা বুধইয়ের কাছে শুনতে গেলে তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। কোনো উপায় না পেয়ে শিশুর বাবা বাদী হয়ে বুধবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন।

মামলায় বুধই শেখকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন বুধই শেখের ভাই ছলেমান শেখ (৫৫), একই গ্রামের হবি শেখ (৫০) এবং বদিয়ার শেখ (৪৮)।

মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই বৃদ্ধ দুশ্চরিত্র প্রকৃতির। এ ছাড়া তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বলা যাবে।

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে