হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে একই গ্রামের হাসমত আলী ফকিরসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটছিলেন। এ সময় হাসমত আলী ফকির লোকজন নিয়ে বাধা দিতে গেলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

সংঘর্ষে ইউপি সদস্য ইব্রাহিম ফকির (৫৫), হাসমত আলী (৭০), মুকুল ফকির (৪৬), কামরুল ফকির (৬৫), তারিক ফকির (৪৫), জামসের ফকির (৩৮), সবুজ ফকির (৪০), পান্না ফকির (৬০), আব্দুল্লাহ ফকির (৩০) গুরুতর আহত হন। তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসমত আলীর ছেলে ইমন ফকির বলেন, ‘ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে আমাদের জমিসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে ছিল। এ সময় আমরা বাধা দিতে গেলে ইব্রাহিম ফকির লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমার বাবা হাসমত আলী ফকিরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রশাসনের কাছে ইব্রাহিম ফকিরের বিচার চাই।’

ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের চাচাতো ভাই গাউস ফকির বলেন, ‘ইউপি সদস্য ইব্রাহিম ফকির হাসমত ফকিরের জমি বাদে অন্যদের জমিতে মাছের ঘের কাটতে ছিল। যে মাছের ঘেরটি ইব্রাহিম ফকির কাটতে ছিল সেই ঘেরের মাঝখানে হাসমত ফকিরের জমি। হাসমত ফকিরের কোনো জমি কাটা হয়নি। তারপরও হাসমত ফকির লোকজন নিয়ে ইব্রাহিম ফকিরের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় ইব্রাহিম ফকিরসহ বেশ কয়েকজন আহত হয়েছে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি