হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাবেক মেয়র আইভীর ছোট ভাই রিপন মারা গেছেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আহাম্মদ আলী রেজা রিপন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন (৫৫) মারা গেছেন। আজ সোমবার সকালে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বাদ আসর বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা হবে। এরপর মাসদাইর সিটি কবরস্থানে মায়ের কবরে তাঁর লাশ দাফন করা হবে।

উজ্জ্বল আরও বলেন, রিপন শাওয়াল মাসের রোজা রেখেছিলেন। রাত আড়াইটার দিকে তাঁরা একসঙ্গে সেহরি করেন। সকালে স্ট্রোক করে মারা যান তিনি। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

আজ সকাল ৭টার দিকে শহরের দেওভোগের চুনকা কুটিতে স্ট্রোক করেন রিপন। পরিবারের সদস্যরা তাঁকে শহরের হার্ট সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলী রেজা রিপন নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার বড় ছেলে। ২০২১ সালের ৯ এপ্রিল আহাম্মদ আলী রেজা রিপনের স্ত্রী মিতা আহাম্মদ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট