হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নিখোঁজের ৯ দিন পর ডোবা থেকে নারীর লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে নিখোঁজের ৯ দিন পর মমতাজ (৫০) নামের এক গৃহকর্মীর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

গত ১৭ অক্টোবর মমতাজ বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি উপজেলার আমবাড়ীয়া গ্রামের আব্দুল সেকের স্ত্রী। 

এ নিয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাঁরা বলছেন, পারিবারিক কলহের কারণে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত বুধবার সকালে আমবাড়ীয়া গ্রামের এক ডোবায় গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার লোকজন ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এর আগে ১৭ অক্টোবর রাত দশটার দিকে পাশের বাড়ি থেকে টিভি দেখে আসে। রাত ২টার দিকে তাঁর স্বামীর ঘুম ভেঙে গেলে দেখেন পাশে স্ত্রী নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজ ও মাইকিং করেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ৭ দিন পর ২৪ অক্টোবর দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

মমতাজ বেগমের মেয়ে রেহেনা আক্তার বলেন, ‘আমার মায়ের মাথায় সমস্যা ছিল।’ 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত চলমান। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলতে পারব না।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির