হোম > সারা দেশ > ফরিদপুর

সালথা সহিংসতা: মামলায় আসামি ৪০০০, গ্রেপ্তার ৮

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের সালথায় সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।

আজ বুধবার সকালে সালথা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করে তিন থেকে চার হাজার অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি মো. আসিকুজ্জমান জানান, সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে এবং আরও তিন থেকে চার হাজার অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্যবিধি না মানায় স্থানীয় একজনকে লাঠিপেটা করার জেরে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সালথা থানা, উপজেলা কমপ্লেক্সসহ ওই এলাকার বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত জনতা। এসময় বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এসময় একজন নিহত হয়। রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আরও পড়ুন:

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার