হোম > সারা দেশ > ঢাকা

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডিএমপি সূত্র বলছে, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। 

আ স ম ফিরোজকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, তাঁকে যেই মামলাতেই গ্রেপ্তার দেখানো হোক না কেন, আগামীকাল শনিবার আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।

আ স ম ফিরোজ পটুয়াখালী-২ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নবম জাতীয় সংসদের হুইপ এবং দশম জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 

তিনি ১৯৭৯ সাল থেকে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। একবার তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ