হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে বঁটিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফতুল্লা শিয়াচর উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম সুমন মিয়া (৩৫)। রাতে বাড়ির সামনের রাস্তায় কুপিয়ে তাঁর মা মধুবালা বেগমকে (৫৫) হত্যা করেন। এই ঘটনায় সুমনের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় এক নারীর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে মধুবালার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর পাশেই বঁটি হাতে দাঁড়িয়ে ছিলেন মধুবালার ছেলে সুমন। সুমন মূলত মাদকাসক্ত ছিলেন। মায়ের সঙ্গে ঘরে কথা-কাটাকাটির একপর্যায়ে বঁটি নিয়ে ধাওয়া করে মাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করে।

সুমনের বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী মিলে একটি ভাতের হোটেল চালাই। আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয়। মানসিক সমস্যা থাকায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই মেয়ে নিয়ে বাড়ি চলে যায়। এরপর তাকে বিদেশে পাঠানো হয়। ঘটনার রাতে আমি দোকান থেকে ফিরে দেখি সুমন তার মাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করেছে। ঘরে গিয়ে দেখি সে বঁটি হাতে নিয়ে ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।’   

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নূরে আযম মিয়া বলেন, ‘মাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বিকেলে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির